চুরির যাওয়া টোটো সহ বালিয়াডাঙ্গা থেকে এক যুবককে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার পুলিশ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে।
ধৃত ওই যুবকের নাম সাকিম সেখ। বয়স ১৯ বছর। বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাধাল অঞ্চলের কদমতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার কালিয়াচক থানায় একটি টোটো চুরির অভিযোগ দায়ের হয়। সেই কেসের তদন্ত শুরু করে পুলিশ। এই টোটো চুরির কেসের তদন্ত করতে গিয়ে বালিয়াডাঙ্গা মোড় থেকে অটো সহ এই যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে পেশ করা হয় আদালতে।